রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্কঃ আবারও নতুন জীবন শুরু করলেন মোসাদ্দেক হোসেন। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। ময়মনসিংহে শুক্রবার পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠানিকতা। তার স্ত্রীর নাম উম্মে তামান্না, বাড়ি ময়মনসিংহ শহরের তালতলা এলাকায়।
শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করার পরই মোসাদ্দেকের দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হয়। নিজের দ্বিতীয় স্ত্রীর ছবি শেয়ার করে মোসাদ্দেক লিখেছিলেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’
এ বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘অনুষ্ঠান করেই বিয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে একদম ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনাকাল কেটে গেলে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
এর আগে ২০১২ সালে প্রথম বিয়ে করেন মোসাদ্দেক। তার প্রথম স্ত্রী ছিলেন আপন খালাতো বোন সামিয়া শারমিন। তবে তাদের সংসার বেশিদিন টিকেনি। পারিবারিকভাবে মনোমালিন্য হওয়ায় প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন মোসাদ্দেক।