রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছে। ঘটনাটি আজ সোমবার উপজেলার চৈত্রকোল ইউনিয়নে খাসতালুক গ্রামে ঘটেছে। পুলিশ ও আত্মহত্যার পারিবারিক সুত্রে জানা গেছে, খাসতালুক গ্রামের রাঙ্গা মিয়ার কন্যা শাবনুর (২১) একই গ্রামের মৃত: মহাসিন আলীর ছেলে শরিফুল ইসলামের সাথে ৩ বছর পূর্বে প্রেম করে বিয়ে হয়। মাঝে মধ্যে স্বামীর মধ্যে ঝগড়া লেগে থাকে। এরই এক পর্যায়ে ঘটনার দিন বিকালে স্বামীর অভিমান করে সকলের অজান্তে শাবনুর ফ্যানের সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এদিকে পরিবারের কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে শাবনুরকে দাফন করা হয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।