রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
সর্দার নজরুল ইসলাম :
মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে এক কোটি ফলজ, বনজ ঔষধি সহ নানা প্রজাতির চারা রোপনের কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে ১৬ জুলাই বৃষ্পতিবার ২০ হাজার ৩’শ ২৬টি চারা বিতরণ করা হয়েছে। ওই দিন সকাল ১১টায় উপজেলা চত্ত¡রে এ সব চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সহকারী কমিশনার ভুমি আবতাবুজ্জামান আল ইমরান, উপজেলা বন কর্মকর্তা শাজাহান মিয়া, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল, সাবেক জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, স্পীকার ও পীরগঞ্জ আসনের এমপি ড: শিরীন শারমিন চৌধুরীর আস্থা ভাজন রাকিবুল ইসলাম নয়ন, করোনা যুদ্ধের এক অদম্য মানবিক যোদ্ধা জাহিদুল ইসলাম রুবেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাইফুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাষ্টারসহ ১৫টি ইউনিয়নের সভাপতি/সম্পাদক ও চেয়ারম্যানগণ।