রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: আশুলিয়া পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাকিব খান (২৩) নামের এক দেশীয় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুইটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
রোববার (১৯ জুলাই) সকালে তাকে আটক করা হয়। আটককৃত সাকিব পাবনা জেলার আমিনপুর থানার দাঁতিয়া মধ্যপাড়া এলাকার আব্দুল হান্নান ওরফে টিপু মাষ্টার ছেলে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তরের ডিবির (এসআই) মোহাম্মদ গনি বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার পলাশবাড়ী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসায়ীর সংবাদ পাই। সেই গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি দুইটি ওয়ান শুটার গানসহ সাকিব খান নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।