রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: দ্রুত সময়ের মধ্যে ৫টি ডাকাতি মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি ৫টি অস্ত্র ও গুলি উদ্ধার করায় সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলামকে পুরস্কৃত করেছেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম পিপিএম।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ফেনী জেলার ছয়টি থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
ওসি সাজেদুল ইসলাম বলেন, প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার সোনাগাজী মডেল থানার অফিসারদের। এতে তাদের কাজে গতি আরো বাড়বে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
ইনশাআল্লাহ সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।