স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জে আল আমিন নামের এক বিবাহিত যুবক রুম্পা বেগম নামের এক বিবাহিতা মেয়ের সাথে অবৈধ মেলামেশা করার অপরাধে গোপনে ওই নারীর ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকায় মিট-মাট করে দিয়েছে স্থানীয় মাতব্বরা। ঘটনাটি উপজেলার কুমেদপুর ইউনিয়নে পলাশবাড়ী গ্রামে ঘটেছে। এলাকাবাসী ও সরে জমিন ঘুরে দেখা গেছে, পলাশবাড়ী গ্রামের আ: রাজ্জাকের ছেলে গার্মেন্টস কর্মী মুশফিকুর রহমানের সাথে পাশ্ববর্তী রসুলপুর গ্রামের মোস্তাফিজার রহমানের কন্যা রুম্পা বেগমের সাথে প্রায় ৬ মাস পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে এই দম্পতি সুখে শান্তিতে বসবাস করে আসছেন। কিন্তু তাদের এই সাজানো বাগানে কালসাপ হয়ে প্রবেশ করে মিঠারপাড়া গ্রামের আ: জলিলের ছেলে লম্পট আল আমিন। দীর্ঘদিন ধরে মুশফিকুর রহমানের স্ত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে বাধ্য হয়েই রুম্পাকে আল আমিন মন দেওয়া নেওয়ার খেলায় রাজী করায়। সেই সূত্র ধরে ধুরন্ধর আল আমিন গত সোমবার রাতে রুম্পার স্বামীর বাড়ীতে গিয়ে রুম্পাকে খালাতো বোন পরিচয় দেয়। বাড়ীতে কেউ না থাকায় তার ইচ্ছা বিরুদ্ধে মেলা-মেশাও করে। ওই দিন রাতে রুম্পার স্বামী হাতে নাতে আল আমিনের এই অনৈতিক কর্মকান্ডকে ধরে ফেলে। পরে তাকে এলাকাবাসী গণধোলাই দেয়। অপরদিকে ওই দিন রাতে ঘটনাটিকে ধামা-চাপা দেয়ার জন্য বেশ তড়ি-ঘড়ি করে স্থানীয় ইউপি সদস্য রাকিবুল ইসলাম বাবু, জেলা পরিষদ সদস্য, স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে দেন দরবার শেষে ৫০ হাজার টাকার বিনিময়ে আজ সকালে মুসলেকা দিয়ে ছাড়া পান আল আমিন। অভিযুক্ত আল আমিন জানান, খালাতো বোন সুত্রেই তার বাড়ীতে গিয়েছিলাম। এলাকার লোকজন আমাকে আটক করেছে। লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে কুমেদপুর ইউপি চেয়ারম্যান মোশফাক খান ফুয়াদ চৌধুরী জানান বিষয়টি জানার ওই ওয়ার্ডের মেম্বরকে দায়িত্ব দিয়েছি। তবে ছাড়া-ছাড়ি হয়েছে কি না জানি না। এ বিষয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তের ইনচার্জ, শাহিনুর ইসলাম জানান, বিষয়টি জেনেছি। ভিকটিম অভিযোগ করলে ব্যবস্থা নিবো। এদিকে আজ মঙ্গলবার নির্যাতিত ওই নারীকে তালাক দিয়েছে তার স্বামী। ওই নারীর পরিবার মঙ্গলবার দুপুরে রুম্পাকে তার পরিবারের লোকজন নিয়ে যায়। উল্লেখ্য, আল আমিন শুধু একটি ঘটনায় নয়; একের পর এক এ রকম বেশ কয়েকটি নারীর ঘর সংসার ধ্বংস করে দিয়েছে। এর আগে চেতনাপাড়া গ্রামের আজমেরি ড্রাইভারের কন্যাসহ একাধিক নারীর সাথে সম্পর্ক রয়েছে তার। উল্লেখ্য বর্তমানে আল আমিন এক সন্তানের জনক। তার শ্বশুড়বাড়ী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।
সম্পাদক মন্ডলী:
• সম্পাদক ও প্রকাশক: শফিক আহমেদ সাজিব
• মোবাইল: 01775816181
• পৃষ্ঠ পোষকতায়ঃ লায়ন হাকিম আলি।
Office Address:
• Shikalbaha karnaphuli chattogram.
• Email: pathnewsbd@gmail.com
• website:pathnews.net
Design & Development By HosterCube Ltd.