আলোর সংবাদ ডেক্স: রংপুরে খলিলুর রহমান (৬৩) নামে এক মৃত ব্যক্তি করোনা পজেটিভ হয়েছেন। এনিয়ে রংপুরে করোনায় আক্রান্তের সংখ্য দাঁড়ালো ১৯ জনে। রংপুর জেলা করোনা কো-অর্ডিনেটর ডাঃ শাইখুল ইসলাম সুজা জানান, গত ২৯ জুন নগরীর ১৬নং ওয়ার্ডের বানিয়াপাড়ার খলিলুর রহমানের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা নেয়া হয়। ওইদিনই তিনি মৃত্যু বরণ করেন। খলিলুর রহমান ডায়াবেটিস, হাঁপানী ও হৃদরোগে ভূগছিলেন।
এদিকে রংপুর মেডিকেল কলেজ নমুনা পরীক্ষায় নতুন করে ৪১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ, রোগীসহ রংপুরে ২৬ জন, কুড়িগ্রামে ৭ জন, লালমনিরহাটে ৬ জনও গাইবান্ধায় ২ জন রয়েছে।
আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারের এক চিকিৎসক (৪২), অপর চিকিৎসক (২৮), এক রোগী (৪০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (৩৪), মেট্রোপলিটন পুলিশের এক পুলিশ সদস্য (৩৫), কোতয়ালী থানার এক পুলিশ সদস্য (৪৬), পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (২১), জেলা পুলিশের এক পুলিশ সদস্য (২৮), হাজিরহাট থানার এক পুলিশ সদস্য (৩৮), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তা (৪৮), ইসলামী ব্যাংকে কর্মরত এক পুরুষ (৩৮), জেলা প্রশাসক কার্যালয়ের কর্মরত এক পুরুষ (৫৬), নগরীর আমাশু কুকরুলের এক যুবতী (২৫), রাধা বল্লভের এক বৃদ্ধা (৮০), কামারপাড়ার এক নারী (৫৪), নুরপুরের এক যুবতী (১৮), এক নারী (৫৫), শালবন মিস্ত্রিপাড়ার এক পুরুষ (৪৯), দর্শনা আলহাজ্ব নগরের এক পুরুষ (৪৪), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক বৃদ্ধ (৬০), এক যুবতী (২৬), দক্ষিণ মুলাটোলের এক শিশু (৮), মিঠাপুকুরের এক পুরুষ (৫৪), গঙ্গাচড়ার এক পুরুষ (৪৮), এক যুবক (২২), পীরগাছার এক পুরুষ (৩০)।
এছাড়া লালমনিরহাট কালিগঞ্জের এক পুরুষ (৩৩), আদিতমারীর এক যুবক (২৭), পাটগ্রাম থানার এক পুলিশ সদস্য (৩৯), অপর পুলিশ সদস্য (৩৯), পাটগ্রামের এক নারী (৩৪), হাতিবান্ধা উপজেলা ভূমি অফিসে কর্মরত এক পুরুষ (৩৪), কুড়িগ্রাম চিলমারীর এক বৃদ্ধ (৮৫), রৌমারী থানা পুিলশের এক সদস্য (৩৯), রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিশোর (১৭), এক পুরুষ (৩২), এক নারী (৪০), অপর নারী (৫০), এক যুবতী (২৮), গাইবান্ধা ফুলছড়ি থানার এক পুলিশ সদস্য (৪২), গোবিন্দগঞ্জের এক পুরুষ (৪০) করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৭ জন। সুস্থ্য হয়েছেন ৭৬৫জন।
সম্পাদক মন্ডলী:
• সম্পাদক ও প্রকাশক: শফিক আহমেদ সাজিব
• মোবাইল: 01775816181
• পৃষ্ঠ পোষকতায়ঃ লায়ন হাকিম আলি।
Office Address:
• Shikalbaha karnaphuli chattogram.
• Email: pathnewsbd@gmail.com
• website:pathnews.net
Design & Development By HosterCube Ltd.