আলোর সংবাদ ডেক্স: লালমনিরহাটের হাতীবান্ধা মৌলভী আবুল হাশেম আহমেদ আলিম মাদ্রাসাথর ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তাজনিম জাহান সাম্মীথর চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। মন্ত্রী ওই ছাত্রীর চিকিৎসার জন্য তার মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রীথর পক্ষে তার প্রতিনিধি হিসেবে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা ছাত্রী তাজনিম জাহান সাম্মীথর জেষ্ঠা মাওলানা আজিজুল ইসলামের কাছে এ চেক হস্তন্তর করেন।
দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তাজনিম জাহান সাম্মী হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামের রেজাউল করিমের মেয়ে।
জানা গেছে, হাতীবান্ধার মেধাবী ছাত্রী তাজনিম জাহান সাম্মী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়। খবরটি দেখে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজেই ওই ছাত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেয় এবং সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষে ওই শিক্ষার্থী সাম্মীথর জেষ্ঠার কাছে ৫০ হাজার টাকার একটি চেক হস্তন্তর করেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা। এ সময় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি জানান, প্রয়োজনে ছাত্রী সাম্মীর চিকিৎসায় আরো আর্থিক সহযোগিতা করা হবে।
তাজনিম জাহান সাম্মীথর জেষ্ঠা মাওলানা আজিজুল ইসলাম জানান, তার ভাতিজি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। ঠিক এই সময় মাননীয় মন্ত্রী মহোদয় তাদেরকে সহযোগিতা করায় তার প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক মন্ডলী:
• সম্পাদক ও প্রকাশক: শফিক আহমেদ সাজিব
• মোবাইল: 01775816181
• পৃষ্ঠ পোষকতায়ঃ লায়ন হাকিম আলি।
Office Address:
• Shikalbaha karnaphuli chattogram.
• Email: pathnewsbd@gmail.com
• website:pathnews.net
Design & Development By HosterCube Ltd.