নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগঞ্জে ১১ নং পাঁচগাছী ইউনিয়নের কেশবপুর গ্রামের সাহেব মাস্টারের বাড়ি থেকে সাহাপুর গ্রামের সাঁওতাল পাড়া (বাবুর বাড়ি) পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তাটি পাকা না হওয়ায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার লোকজনদেরকে। ঝুঁকিপূর্ণ এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। রাস্তাটি দ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরে জমিন ঘুরে দেখা গেছে, এনায়েতপুর, আমোদপুর, সাহাপুর, জাহাঙ্গীরাবাদ, কেশবপুরসহ প্রায় ১০/১২টি গ্রামের ২০ থেকে ২৫ হাজার লোকের যাতায়তের জন্য এই রাস্তাটিই একমাত্র ভরসা। ভ্যান, ইজিবাইক, নছিমন, অটোভ্যান, অটোরিকশা, সিএনজি গুলো প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে দেড় থেকে ২ হাজার লোকজন যাতায়াত করে। বর্তমানে রাস্তাটি পাকা না থাকায় কাঁদা রাস্তায় কোনো প্রকার যানবাহন চলতে পারছে না। বর্তমানে বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং পানির নিচে তলিয়ে যায় ওই রাস্তাটি। এদিকে বেশ কয়েকজন স্থানীয়রা জানান, একাধিক জনপ্রতিনিধি কয়েক বছর ধরে রাস্তাটি পাকা করার জন্য আমাদের আশ্বাস দিলেও কোনো কাজে আসছে না। আমরা দ্রæত রাস্তাটি পাকা করণের দাবি জানাই। নিজ উদ্যোগে এলাকাবাসী কয়েকবার বালি, খড় দিয়ে সংস্কারের চেষ্টা করেও তাতে কোনো লাভ হয়নি। এদিকে গত ২ দিন ধরে টানা বর্ষার কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ভুক্তভোগী ভ্যানচালক সাদেকুল মিয়া জানান, গত বুধবার জরুরী কাজে ভ্যান নিয়ে জাহাঙ্গীরাবাদ যাওয়ার পথিমধ্যে রাস্তার খাদে পড়ে ভ্যানটির ডান চাকা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এখন আমি বেকার হয়ে বসে আছি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, রাস্তাটি খুব শীঘ্রই পাকাকরণ করা হবে আশ্বাস প্রদান করেন। তবে রাস্তাটি পাকা করণের জন্য ইতোমধ্যে এমপি মহোদয়ের নিকট ডিও লেটার প্রেরণ করা হয়েছে। তবে সবগুলো কাজ এক সাথে কথা সম্ভব নয়। পর্যায়ক্রমে হবে বলে জানান।
সম্পাদক মন্ডলী:
• সম্পাদক ও প্রকাশক: শফিক আহমেদ সাজিব
• মোবাইল: 01775816181
• পৃষ্ঠ পোষকতায়ঃ লায়ন হাকিম আলি।
Office Address:
• Shikalbaha karnaphuli chattogram.
• Email: pathnewsbd@gmail.com
• website:pathnews.net
Design & Development By HosterCube Ltd.