আন্তর্জাতিক ডেস্কঃ করোনা আতঙ্কে জর্জরিত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভাইরাসটিকে। প্রতিদিনই নতুন করে ৪০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছিল যুক্তরাষ্ট্রে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ হাজার ৫৮৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ৫৭ হাজার ৯০৫ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৪১০ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ৩২ হাজার ৯৭৯ জনের মৃত্যু হলো করোনায়।
এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ২৩ হাজারের কাছাকাছি। যেখানে ৩২ হাজার ২৬৭ জন মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনা রোগীর সংখ্যা পৌনে ৩ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৪৫ জনের। সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা দুই লাখ ১০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৭৩৮ জনের।
ফ্লোরিডায় সংক্রমণ ২ লাখ ৬ হাজার পেরিয়েছে। ইতিমধ্যে সেখানে ৩ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৩০২ জনের। ইলিনয়সে ১ লাখ ৪৯ হাজার মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৭ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’
এদিকে বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫০৮ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচ লাখ ৪০ হাজার ৮৫৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬৭ লাখ ৪২ হাজার ৪৮৯।
সম্পাদক মন্ডলী:
• সম্পাদক ও প্রকাশক: শফিক আহমেদ সাজিব
• মোবাইল: 01775816181
• পৃষ্ঠ পোষকতায়ঃ লায়ন হাকিম আলি।
Office Address:
• Shikalbaha karnaphuli chattogram.
• Email: pathnewsbd@gmail.com
• website:pathnews.net
Design & Development By HosterCube Ltd.